ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ প্রণোদনা কর্মসূচীর বীজ ও সার বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৩ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৭ মার্চ সোমবার বেলা ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্ত্বরে এ বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, কৃষকলীগ নেতা আব্দুল কাদিরসহ অন্যান্যরা। এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণসহ কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন। এসময় ২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১২৫০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। কৃষি প্রণোদনার মধ্যে ছিল, ৫ কেজি উফশী আউশ এর বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। Related posts:ঝিনাইগাতীতে ইউএনও রুবেল মাহমুদের পদোন্নতি জনিত কারণে বিদায়ী সংবর্ধনাসংবাদ প্রকাশের পর রুমেছার বাড়ি পরিদর্শন করলেন নকলার ইউএনওঝিনাইগাতীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ ঘর পেলেন ১৪ গৃহহীন পরিবার Post Views: ১৯৮ SHARES শেরপুর বিষয়: