শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৩

‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২ এপ্রিল রবিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

ওইসময় তিনি বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ভাতার পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও চাকরিসহ তাদের সকল ক্ষেত্রে প্রবেশাধিকার নিশ্চিত করেছেন। এছাড়া প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ পুতুল কাজ করে যাচ্ছেন।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. সোহেল মাহমুদ পিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, সাংবাদিক জিএইচ হান্নান, নকলা প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আকরাম হোসেন, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল ইসলাম, শেরপুর অটিজম ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সৈয়দ শাহজাহান আহমেদ প্রমুখ।
ওইসময় সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মী, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন-স্কুলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।