ফুলপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মে ১, ২০২৩

ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে ১ মে সোমবার বেলা ১১টার দিকে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

এতে উপজেলা প্রশাসনসহ উপজেলার দোকান শ্রমিক ইউনিয়ন, ময়মনসিংহ জিলা মোটরযান কর্মচারী ইউনিয়ন, মাইক্রোবাস চালক শ্রমিক শাখা, জিলা মিশুক, বেবিট্যাক্সি, ট্যাক্সিক্যাব, সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও হোটেল শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এটিএম রফিকুল করিম নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, মেয়র মি. শশধর সেন, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ওসি আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।