শেরপুরে গত ৬ মাসে ৬০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে ট্রাফিক পুলিশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, মে ৪, ২০২৩ শেরপুর ট্রাফিক পুলিশ গত ছয় মাসে ৬০ লাখ ২২ হাজার ৯৯০ টাকার রাজস্ব আদায় করেছে। এসব রাজস্ব এসেছে যানবাহনের কাগজ পত্রসহ নানা অনিয়মের মামলা থেকে। বেশীর ভাগ রাজস্ব এসেছে মোটর সাইকেল থেকে। জেলা পুলিশের ট্রাফিক পুলিশের ওই তৎপরতা অব্যাহত থাকলে রাজস্বের পরিমাণ চলতি অর্থ বছরে কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে যানবাহনে মামলা দিয়ে কাগজপত্র ড্রাইভিং লাইসেন্সসহ নানা বিষয় হালনাগাদ করার জন্য আবার পাঠানো হয়েছে সরকারের সড়ক পরিবহন কর্পোরেশনে (বিআরটিএ)। গাড়ির কাগজপত্র হালনাগাদ করা বাবদ বিআরটিএ থেকে সরকার আবার মোটা অংকের রাজস্ব পেয়েছে। পুলিশের ট্রাফিক বিভাগের তৎপরতায় (ট্রাফিক পুলিশ ও বিআরটিএ) চলতি অর্থ বছরে অন্তত ৩ কোটি টাকার মত রাজস্ব পেয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের পরিদর্শক আবু সাঈদ হিরণ। জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন যানবাহনের মামলা ও জরিমানা থেকে গেল এপ্রিল মাসে রাজস্ব আদায় হয়েছে ১১ লাখ ২২ হাজার টাকা, মে মাসে ১১ লাখ ৩৬ হাজার ৮৯০ টাকা, ফেব্রুয়ারি মাসে ৮ লাখ ১৬ হাজার, জানুয়ারি মাসে ৯ লাখ ৮৫ হাজার ১০০টাকা, ডিসেম্বর মাসে ৮ লাখ ১৩ হাজার টাকা, নভেম্বর মাসে ১১ লাখ ৫০ হাজার। আদায়কৃত মোট ৬০ লাখ ২২ হাজার ৯৯০ টাকা সরকারের রাজস্ব খাতে জমা হয়েছে। এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম বলেন, রাজস্ব আদায় লক্ষ্য নয়, পুলিশের কাজ সেবা দেওয়া। জনগণ, রাস্তা ও গাড়িকে নিরাপদ রাখতেই ট্রাফিক পুলিশ সরকারের আইন মেনে সহনীয় মাত্রায় জরিমানা করে সবাইকে আইনের মধ্যে আনার চেষ্টা করছে। রাস্তায় নিরাপত্তা বিধান ও এত সংখ্যক টাকা রাজস্ব আদায় করায় শেরপুর ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানান তিনি। Related posts:শেরপুরে হিজড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্তকরণে ব্লক-বাটিক প্রশিক্ষণ শুরুঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্ত্বরে আল্লাহু-মুহাম্মদ স্তম্ভ ক্যালিওগ্রাফির উদ্বোধনশেরপুরে এবার প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেলো দুই শতাধিক পরিবহন শ্রমিক Post Views: ১২৪ SHARES শেরপুর বিষয়: