শ্রীবরদীতে ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মে ৪, ২০২৩ শেরপুরের শ্রীবরদীতে ১ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুদ রানা ওরফে মিস্টার (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৪ এপ্রিল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের পশ্চিম লংগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ ওই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। একইদিন দুপুরে মাদক আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে শ্রীবরদী উপজেলার পশ্চিম লংগরপাড়া এলাকার মাসুদ রানা ওরফে মিস্টারের বাড়িতে অভিযান চালায়। ওইসময় ১ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদক হাতেনাতে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ ব্যাপারে ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের নির্দেশনায় শেরপুরকে মাদকমুক্ত করতে কাজ করছে ডিবি পুলিশ। ইয়াবাসহ গ্রেফতার যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। Related posts:শেরপুরে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানী অনুষ্ঠিতকরোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় ভিড় ও জনযাতায়াত ঠেকাতে শেরপুর জেলা পুলিশের অভিযানআসন্ন ঈদুল আযহা উপলক্ষে সার্বক্ষনিক বাজার মনিটরিং এ রয়েছেন এসিল্যান্ড জয়নাল আবেদীন Post Views: ১৬৮ SHARES শেরপুর বিষয়: