নকলার বন্ধু সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতায় জেলার পঞ্চম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩ শেরপুরের নকলা উপজেলার ছোট্ট বন্ধু মোশফিরাত তানিম নুঝাত সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতায় জেলার মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। ২৫ সেপ্টেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্কাউট এর ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের আয়োজনে সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার সব কয়টি উপজেলা থেকে ৪০ জন প্রতিযোগী অংশ গ্রহন করে। সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা শেষে বিচারকগণের রায়ে জেলার নকলা উপজেলার পৌরশহরের নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোশফিরাত তাসনিম নুঝাত জেলার মধ্যে পঞ্চম স্থান অধিকারী হিসেবে নির্বাচিত হয়। পরে বিজয়ী বন্ধুদের মাঝে পুরষ্কার বিতরণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ স্কাউট শেরপুর জেলার ব্যবস্থাপনায় এ পুরষ্কার ও সনদপত্র বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গান্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এবিষয়ে মোশফিরাত তানিম নুঝাত এর বাবা মো. মোশারফ হোসাইন তার মেয়েকে অভিনন্দন জানিয়ে বলেন- আমার ছোট্ট মা মণি এভাবেই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলবে এমনটাই কামনা করি। তাদের মতো আজকের শিশুরা হবে আগামী দিনের দেশের কান্ডারী। তারা সামনের দিকে তথা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাবে। তাতে অন্যান্যরাও আগ্রহী হবে। তবে প্রতিটি শিশু যেন মানুষ রূপে নয়, মানুষের বৈশিষ্ট্য নিয়ে বড় হয়ে উঠে, সেদিকে সকল অভিভাবকগনকে সুনজর রাখতে আহবান জানান তিনি। মোশফিরাত তাসনিম নুঝাতের মতো সকল শিশুদের উজ্জল ভবিষ্যৎ কামনায় নুঝাতের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। তাদের উজ্জল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়ার পাশাপাশি আজকের শিশুরা যেন আগামীতে মানুষের মতো মানুষ হয় এমন আর্শীবাদও করেন তারা। Related posts:নালিতাবাড়ীতে র্যাবের অভিযানে বিদেশী মদসহ আটক ১শ্রীবরদীতে বিজিবির অভিযানে ৫ ভারতীয় গরু আটকশেরপুর পৌর নির্বাচনে আ’লীগের মনোনয়ন জমা দিলেন মেয়র প্রার্থী আরিফ রেজা Post Views: ২৩১ SHARES শেরপুর বিষয়: