রাজশাহী মহানগরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬, মাদক উদ্ধার

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ১৬ জনকে আটক করা হয়েছে। ১৭ মে বুধবার আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বোয়ালিয়া মডেল থানায় ২ জন, রাজপাড়া থানায় ২ জন, চন্দ্রিমা থানায় ২ জন, মতিহার থানায় ১ জন, কাটাখালী থানায় ১ জন, শাহ্‌মখদুম থানায় ১ জন, এয়ারপোর্ট থানায় ১ জন, পবা থানায় ৩ জন, কাশিয়াডাঙ্গা থানায় ২ জন ও দামকুড়া থানায় ১ জনকে আটক কর হয়। গ্রেফতারৃতদের মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি। ওইসময় তাদের হেফাজত হতে ৩৪ গ্রাম হেরোইন, ৩৫০ গ্রাম গাঁজা ও ৪৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(মিডিয়া) মো: রফিকুল আলম।