জামালপুরের সাবেক ডিসির অফিস সহায়ক সাধনা বরখাস্ত

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯

অনলাইন ডেস্ক : জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাধনার সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ায় বরখাস্ত হন আহমেদ কবীর। 

জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক জানান, অফিস সহায়ক সাধনাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা অনুসারে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা করা হয়েছে।প্রসঙ্গত, ২২ আগস্ট জামালপুরের তৎকালীন ডিসি আহমেদ কবীর ও তার অফিস সহায়কের সঙ্গে ঘনিষ্ঠতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট ডিসিকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।