রাজশাহী মহানগরে পুলিশের অভিযানে গ্রেফতার ২১, মাদক উদ্ধার

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরিএমপি) বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২১।

২২ মে মঙ্গলবার আরএমপির বোয়ালিয়া মডেল থানায় ৭ জন, রাজপাড়া থানায় ২ জন, চন্দ্রিমা থানায় ১ জন, মতিহার থানায় ১ জন, কাটাখালী থানায় ৩ জন, বেলপুকুর থানায় ১ জন, শাহমখদুম থানায় ১ জন, এয়ারপোর্ট থানায় ১ জন, কাশিয়াডাঙ্গা থানায় ৩ জন ও দামকুড়া থানায় ১ জনকে আটক করে। এদের মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ওইসময় মাদক ব্যবসায়ী ৭ জনের কাছ থেকে ৩৭.৩০ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ও ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।