ফুলপুরে পুলিশের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মে ২৪, ২০২৩ ময়মনসিংহের ফুলপুরে পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে খড়িয়াপাড়া দারুল উলূম বালিকা দাখিল মাদরাসা প্রাঙ্গণে ফুলপুর থানা পুলিশের উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাদরাসার সীমানায় বৃক্ষরোপণ করেন ও ছাত্রীদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। এর আগে তিনি উপস্থিত ছাত্রীদের সাথে বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং, ফেসবুক ব্যবহারের অপকারিতা, জঙ্গিবাদ, তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ সম্পর্কে জনসচেতনতামূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এসময় ওসি (তদন্ত) বন্দে আলী, মাদরাসার প্রায় ২০০ ছাত্রী, ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আব্দুল মোতালিব, সহ-সুপার মাওলানা তাফাজ্জল হোসেন, শিক্ষক প্রতিনিধি আবু বাক্কার সিদ্দিক ওরফে বাক্কার মাওলানা, ইংরেজি শিক্ষক খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। Related posts:আজ রাতে ফাঁসি কার্যকর হবে দুই বান্ধবীকে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামিরনেত্রকোনার হাওরে বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যুআত্মগোপনে থাকা জঙ্গিরা অবস্থান জানান দিতে এই কাজ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী Post Views: ১২২ SHARES সারা বাংলা বিষয়: