শেরপুরের নকলায় বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯


নকলা প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় যাত্রীবাহী বাস সিএনজি-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে বিল্লাল হোসেন (৪০) নামে সিএনজি চালক নিহত ও সিএনজিতে থাকা আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ২২ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের চিথলিয়া এলাকার ঢাকা-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন শেরপুর সদর থানাধীন ভীমগঞ্জ বটতলা গ্রামের সামছুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে শেরপুরগামী এফ,জেট লাইন নামে একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক বিল্লাল হোসেন ঘটনাস্থলেই মারা যান। সেই সাথে আহত হয় সিএনজি অটোরিক্সার ৫ যাত্রী। পরে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।