শেরপুরে ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নে ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

শেরপুরে ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে জেলার ভূমি কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান। ওইসময় তিনি জেলার ভূমি কর্মকর্তাদের জমি-জমা, ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্তসহ বর্ণনা করেন।

তিনি বলেন, বর্তমানে নাগরিক সেবা প্রদানে নামজারি, অনলাইনে পর্চা বিতরণ, হোল্ডিং ট্যাক্স, নকশা সরবরাহসহ সকল সেবা ক্যাশলেস করা হচ্ছে। নাগরিকগণ এখন ভূমি অফিসে না গিয়ে অনলাইনে সেবা নিতে পারছেন। অনলাইন ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সরকারি ফি পরিশোধ করা যাচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারি ভূমি সেবা পেতে সকল নাগরিক এখন ক্যাশলেস ভূমি সেবা পাচ্ছেন।
জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্খ শেখর ভৌমিক, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জাহিদ হোসেন পনির পিএএ ও ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব সেলিম আহমদ।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেনসহ ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ক্যাশলেস ভূমি সেবা প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বর্তমান সরকারের ডিজিটাল ভূমি সেবার বিভিন্ন সেবা নিয়ে আলোচনা করেন।