নকলায় আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩ শেরপুরের নকলায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা দুইটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, ওসি তদন্ত ইস্কান্দার হাবিব প্রমুখ। এছাড়া আরও বক্তব্য রাখেন- নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব নকলা উপজেলা শাখার আহবায়ক জাহাঙ্গীর হোসেন আহমেদ। আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার পরে একই স্থানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন-এঁর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসময় নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন এবং উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদ সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে ভোক্তার অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানাশেরপুরে ৩৮ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে অনুদানের চেক বিতরণঝিনাইগাতীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত Post Views: ২৮৮ SHARES শেরপুর বিষয়: