সোহাগপুরের শহীদ জায়া-বীরাঙ্গনাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলেন নবাগত পুলিশ সুপার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২৩ শেরপুর জেলা পুলিশের উদ্যোগে শোকাবহ আগস্টের প্রথম দিনে সোহাগপুর বিধবাপল্লীতে বসবাসরত শহীদ জায়া এবং বীরাঙ্গনাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১ আগস্ট মঙ্গলবার নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামে শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট কালরাতে নিহত সকল শহীদ সদস্যদের স্মরণে ওই উপহার বিতরণের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন শেরপুরের নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা। ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, পিপিএম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তাহমিনা আক্তার, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরাসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন উপহার সামগ্রী হিসাবে জেলা পুলিশের পক্ষ থেকে শাড়ি-ব্লাউজ, চাল, ডাল, সয়াবিন তেল, সাবান, নারিকেল তেল, লবণ, পিয়াজ, আলু ও ডিটারজেন্ট পাউডার বিতরণ করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে নালিতাবাড়ী থানাধীন সোহাগপুর গ্রামে পাকিস্তানী হায়েনার দল নারকীয় হত্যাযজ্ঞ চালায়। ওইসময় গ্রামের ১৮৭ জন নিরীহ পুরুষ মানুষকে নির্মমভাবে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে এবং নারীদের শারীরিক নির্যাতন করে হায়েনার দল। গ্রামের সকল পুরুষ মানুষকে হত্যা করায় স্বাধীনতার পর এ গ্রামের নাম হয় ‘বিধবাপল্লী’। Related posts:শেরপুরে পুলিশের কার্যক্রম পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিঝিনাইগাতীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯১তম জন্মবার্ষিকী উদযাপনশ্রীবরদীতে যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস পালিত Post Views: ১৪৪ SHARES শেরপুর বিষয়: