সুপ্রিম কোর্টে দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি, ভাঙচুর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তবে সংবাদ সম্মেলন শুরুর আগে সেখানে উপস্থিত হয়ে হট্টগোল শুরু করেন আওয়ামীপন্থী আইনজীবীরা। অল্প সময়ের মধ্যেই তাঁরা চলে গেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে বিএনপির সিনিয়র আইনজীবীরা তা নিয়ন্ত্রণ করেন। এদিকে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ করেন দুই পক্ষের আইনজীবীরা। এ সময় উভয়পক্ষ মুখোমুখি হলে তাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে বারের সভাপতির কক্ষের সামনে থেকে নেমপ্লেট খুলে ফেলা হয়। এ ছাড়া ভাঙচুর করা হয় সম্পাদকের কক্ষের জানালা। এর আগে গতকাল রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত চত্বরে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী ও বিএনপি-সমর্থিত আইনজীবীরা মুখোমুখি অবস্থান করেন। সে সময় তাঁরা মুখোমুখি দুই দলের স্লোগান দেন। একপর্যায়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হুইসেল বাজিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। Related posts:১১৬ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদনজাপানি দুই শিশু বাবার কাছে থাকবে: হাইকোর্টশেরপুর জেলা আইনজীবি সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Post Views: ২০৫ SHARES আইন-আদালত বিষয়: