চিনির দাম কমলো পাঁচ টাকা

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩

অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর ও স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন খরচ কমার কথা জানিয়ে প্রতি কেজি খোলা ও প্যাকেটজাত চিনির দাম ৫ টাকা করে কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। ১৩ আগস্ট রবিবার সংগঠনটির নির্বাহী সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চিনির নতুন নির্ধারিত মূল্য আগামীকাল (১৪ আগস্ট) থেকেই কার্যকর হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি কেজি খোলা চিনির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা এবং প্রতি কেজি পরিশোধিত চিনির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা।