নকলা প্রেস ক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩ শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে নকলা প্রেস ক্লাব-এর উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার সময় প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এঁর নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর সার্বিক দিকনির্দেশনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসাইন, সদস্য রেজাউল হাসান সাফিত, সাংবাদিক রুকন উদ্দিনসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এছাড়া মঙ্গলবার রাত ৯টার সময় প্রেস ক্লাবের অফিস কক্ষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জীবনাদর্শের উপর আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে নকলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা নিশ্চিত করেছেন। Related posts:শেরপুরে আওয়ামী লীগের উদ্যোগে হরতালবিরোধী শান্তি সমাবেশঝিনাইগাতীতে ভর্তুকিতে ধান কাটার কম্বাইন হারভেস্টার মেশিন পেল কৃষকশেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী শফিউল আলমের ইন্তেকাল Post Views: ২১১ SHARES শেরপুর বিষয়: