ফুলপুরে মানবতাবিরোধী অপরাধের আসামি গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৩ ময়মনসিংহের ফুলপুরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. নূরুল ইসলাম ওরফে নূরুকে (৭৬) গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ও সঙ্গীয় এএসআই সহিদুল ইসলাম, এএসআই রতন চৌধুরী ও এএসআই সুমন মিয়াকে নিয়ে হালুয়াঘাট থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে হালুয়াঘাট উপজেলার মাজরাকুড়া গ্রামের জনৈক আব্দুল আলিমের বসত ঘর হতে তাকে গ্রেফতার করা হয়। নুরু ফুলপুর উপজেলার ৩নং ভাইটকান্দি ইউনিয়নের গায়রা গ্রামের মৃত রহিম উদ্দিন ও মৃত নবীজান খাতুনের পুত্র। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নুরু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী। ২০২২ সালে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা রজু হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন যাবৎ ঢাকা ও বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। তিনি বলেন, মো. নুরুল ইসলাম ওরফে নুরুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন ও লুণ্ঠনসহ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ফুলপুর থানা ও পার্শ্ববর্তী এলাকায় সংঘটিত বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। Related posts:আশীর্বাদ হয়ে এসেছে তিস্তা সেচ প্রকল্পনালিতাবাড়ী প্রেসক্লাব’র নয়া কমিটি ॥ সামেদুল সভাপতি, মনির সম্পাদকসড়ক পরিবহন আইন সর্ম্পকে সচেতন করতে ঝিনাইগাতী থানা পুলিশের লিফলেট বিতরণ Post Views: ২৯৩ SHARES সারা বাংলা বিষয়: