১৫ আগস্ট মানবতার বিরুদ্ধে পৃথিবীর জঘন্যতম ঘটনা : নৌ প্রতিমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩ ৭৫’র ১৫ আগস্ট মানবতার বিরুদ্ধে পৃথিবীর জঘন্যতম ঘটনা ঘটিয়েছে কিছু কুলাঙ্গার। আমরা অনেকেই কারবালার কথা বলি, কিন্তু কারবালার ময়দানে কোন শিশু, মহিলা, অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করা হয়নি। কিন্তু ধানমন্ডির ৩২ নাম্বারে জাতির জনকের বাসায় শিশু, মহিলা, অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ মানুষ কেউ রক্ষা পায়নি। তারা গুনে গুনে ১৮ জন মানুষকে হত্যা করেছে। সেই কারবালার ঘটনাকেও হার মানিয়ে দেয় ১৫ আগস্টের জঘন্যতম হত্যাকাণ্ড। জাতির পিতা একটি শক্তিশালী সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। ১৯ আগস্ট শনিবার সকাল ১১টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চাপাইতোর উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। প্রধান অতিথির বক্তব্যে নৌ প্রতিমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই জামায়াত-বিএনপি জোট আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে। তারা এখন রাজপথে আন্দোলন করতে না পেরে বিদেশিদের কাছে নালিশ করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এখন দিবা স্বপ্ন দেখছেন, এই মির্জা ফখরুল ঠাকুরগাঁও জেলার কুখ্যাত রাজাকার মির্জা রুহুল আমিন (চোখা মিয়ার) সন্তান। তাই এদের কথায় বিশ্বাস করা যবে না। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. জাফরুল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. ডালিম সরকার, শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলী মো. শাহীনুর ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান হাবীব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নঈম উদ্দিন শাহ, ৩নং মুশিদহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান প্রমুখ। Related posts:পোড়াদহের মেলায় ৭৩ কেজি বাঘাইড়সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুরজামালপুরে জিয়াউল হত্যা মামলায় একজনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন Post Views: ১৬৭ SHARES সারা বাংলা বিষয়: