শেরপুরে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩ শেরপুর সদর উপজেলার কামারের চরে ধানের খেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক সাদা মিয়া মারা গেছেন। ৪ অক্টোবর বুধবার সকালের দিকে কামারের চর ইউনিয়নের ফয়াস্তির চর গ্রামে ওই ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত সাদা মিয়া কামারের চর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বাহাদুর আলীর ছেলে এবং ২ কন্যা ও ২ ছেলের জনক। নিহতের পরিবারের বরাতে স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশীদ জানান, বুধবার সকাল ১০ টার দিকে সাদা মিয়া তার বাড়ির পাশে ধান খেতে সেচ দিতে যায়। এসময় বৈদ্যুতিক পাম্প চালু করতে সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সাদা মিয়া মারা যায় ৷ ইউপি সদস্য হারুন অর রশীদ আরও বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সামান্য জমি চাষ ও ভাড়ায় মটর সাইকেল চালিয়ে সংসারের যাবতীয় খরচ বহন করত। তার রেখে যাওয়া স্ত্রী ও ৪ ছেলে মেয়েদের এখন সংসারের ব্যায়ভার বহন করা কষ্টকর হবে। সমাজের বিত্তবানদের এ পরিবারের পাশে থাকার অনুরোধ জানান তিনি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল বলেন, বিদ্যুৎস্পৃষ্টে সাদা মিয়ার মৃত্যুর সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। Related posts:শেরপুরে বালিশের ভেতরে ফেন্সিডিলসহ র্যাবের হাতে আটক দুইঝিনাইগাতীতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শীর্ষক কর্মশালাশেরপুরে ২৭০০ টাকার পাঞ্জাবি কিনে সাড়ে ৩ লাখ টাকার মোটরসাইকেল পেলেন শিক্ষক Post Views: ২৩০ SHARES শেরপুর বিষয়: