ঝিনাইগাতীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২০ পালিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় “আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে মহিলা বিষয়ক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা মৎস্য অফিসার সিরাজুস সালেহীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা আজমেরী ডলিসহ উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীগণ। Related posts:নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ মাদক কারবারী গ্রেফতারশেরপুরে আন্তঃজেলা পৌর বাস টার্মিনালের উদ্বোধনময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত শেরপুর জেলা পুলিশ Post Views: ৮৫৮ SHARES নারী ও শিশু বিষয়: