সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে ২ ভারতীয় নাগরিক নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৩ সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। ২৫ নভেম্বর শনিবার সকালে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ছবি বিশ্বাস (৩৬) ও অসীম কুমার (৪৫)। তারা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় প্রাইভেটকার চালক সজীব আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে প্রাইভেটকারযোগে সাতক্ষীরায় আসার সময় বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। আহত চালককে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, নিহত দুই ভারতীয় নাগরিক মোংলায় রেলপথ মন্ত্রণালয়ের অধীনে চাকরি করতেন। তাদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। Related posts:বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণকারী মাসুদ ঢাকা থেকে গ্রেপ্তাররাজশাহী মহানগরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮, অস্ত্র-গুলি ও মাদক উদ্ধারশেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক আমজাদ হোসেনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল Post Views: ১৬৪ SHARES সারা বাংলা বিষয়: