ভাষা শহিদদের প্রতি ডিআইজি আনিসুর রহমানের বিনম্র শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৪

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারী সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে অবস্থিত শহিদ মিনারে রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে ওই পুষ্পস্তবক অর্পণ করনে তিনি।


এসময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সল মাহমুদ পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) বিজয় বসাক বিপিএম, পিপিএম (বার), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মুহাম্মদ সাইফুল ইসলামসহ কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী জেলা পুলিশ সুপার এবং রাজশাহী রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।