পশ্চিমাদের মতো বাংলাদেশের ভোট নিয়ে দিল্লির মাথাব্যথা নেই: পররাষ্ট্রসচিব অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৩ পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা দিল্লিকে জানিয়েছে ঢাকা। পশ্চিমাদের মতো ভোট নিয়ে মাথাব্যথা নেই তাদের। সুষ্ঠু, অবাধ নির্বাচন অনুষ্ঠানে কমিশন ও সরকারের প্রস্তুতিতে আস্থা রাখছে দেশটি। ২৬ নভেম্বর রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। দিল্লিতে অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক পরামর্শমূলক বৈঠকে বৈঠক শেষে শনিবার সন্ধ্যায় ঢাকা ফেরেন পররাষ্ট্রসচিব। পররাষ্ট্রসচিব বলেন, নির্বাচন নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থান অপ্রত্যাশিত। বাংলাদেশের নির্বাচন দেখতে আসতে আগ্রহী দেখিয়েছে ৯০টি দেশের প্রতিনিধিরা। পররাষ্ট্রসচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারত থেকে আগ্নেয়াস্ত্র ও নাশকতায় ব্যবহার করা যেতে পারে, এমন পণ্যের চোরাচালান বন্ধে দেশটিকে অনুরোধ করেছে সরকার। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মোমেন। ভারতীয় দলের নেতৃত্ব দেন সেখানকার পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা। Related posts:দুপুরে পাপিয়া দম্পতির অস্ত্র মামলার রায়পুলিশে বড় রদবদলগণতন্ত্রের ইতিহাসে শহীদ আসাদ দিবস একটি অবিস্মরণীয় দিন : রাষ্ট্রপতি Post Views: ১৩৬ SHARES জাতীয় বিষয়: