জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯ জামালপুর প্রতিনিধি : ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জামালপুরের মেলান্দহ উপজেলায় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) মেলান্দহ উপজেলা শাখার আয়োজনে ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে জিন্নাহ সুপার মার্কেটের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ। নিসচা মেলান্দহ উপজেলা শাখার সভাপতি আইনজীবী ফকির মো. মজনু শাহ্ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক মাফল, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুল আজিজ, নিসচার জ্যেষ্ঠ সহসভাপতি মোজাম্মেল হক মাস্টার, সহসভাপতি ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জিহাদ কবির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিসচা মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। Related posts:জামালপুরে আরো নতুন দুটি আন্ত:নগর ট্রেন চালু হবে : রেলমন্ত্রীরাজধানীর পল্লবীতে তিন বান্ধবী নিখোঁজের ঘটনায় মামলাইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিলেন ব্যারিস্টার তাপস Post Views: ২২১ SHARES সারা বাংলা বিষয়: