নালিতাবাড়ী থানা পরির্দশন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৪

শেরপুরের নালিতাবাড়ী থানা পরির্দশন করেছেন জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রনালয় এর অতিরিক্ত সচিব এস,এম, রেজাউল মোস্তফা কামাল। শনিবার (৯ মার্চ) সকালে নালিতাবাড়ী থানায় পৌঁছালে তাকে অভ্যর্থনা জানানো হয়। থানার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা ২০২৩-২০২৪ এর সঠিক অর্জন, বাস্তবায়ন ও পরীবীক্ষন এর লক্ষ্যে এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি থানার অফিস কক্ষ সমূহ, মালখানা, হাজত খানা, থানা প্রাঙ্গন এবং থানার বিভিন্ন রেজিষ্টার পর্যবেক্ষন করেন। থানার সার্বিক সেবা প্রদান মানে সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জননিরাপত্তা বিভাগের উপ সচিব আশাফুর রহমান, শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া, ওসি তদন্ত আমিনুল ইসলামসহ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।