শেরপুরে অজ্ঞাত নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২ শেরপুরে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২২ জানুয়ারি শনিবার সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া এলাকা ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রাস্তার পাশে ফরমান মিয়ার ধানক্ষেতে একটি বস্তা দেখতে পায় স্থানীয়রা। বস্তার কাছে গেলে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, ওই অজ্ঞাত মহিলার লাশ সনাক্ত করতে পিবিআই ফ্রিঙ্গার প্রিন্ট নিয়েছে এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এঘটনায় শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. বন্দে আলী মিয়া বলেন, ওই মহিলার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বয়স আনুমানিক ৪০ বছরের মতো হবে। Related posts:শেরপুরে পৌর এলাকায় ১৪ দিনের বিধিনিষেধ জারিচাকরিতে পুনর্বহালের দাবিতে শেরপুরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধনশেরপুরে দুই মাদক সেবীর ৬ মাসের কারাদণ্ড Post Views: ২২৯ SHARES শেরপুর বিষয়: