নালিতাবাড়ীতে রান্না ঘরে আগুনে পুড়ে গৃহববধূর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৪ শেরপুরের নালিতাবাড়ীতে রান্না ঘরে আগুনে পুড়ে তাসলিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম তালুকপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের এরশাদ আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে এরশাদ আলীর টিনসেড রান্না ঘরে রাইচ কুকারে রান্নার কাজ চলছিলেন ওই গৃহবধূ। এসময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেলে তাসলিমা বেগম ঘরে ঢুকে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করার চেষ্টা করেন। এতে বিদ্যুতায়িত হয়ে ঘরের মেঝেতেই পড়ে যান তিনি। ততক্ষণে রান্না ঘরের বিভিন্ন অংশে আগুন লেগে যায়। এদিকে আগুন দেখে বাড়ির অন্যরা চিৎকার ও ডাকাডাকি শুরু করলে বাড়ির কাছে থাকা মসজিদের মুসল্লি ও এলাকাবাসী ছুটে আসেন। ততক্ষণে তাসলিমার নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে ছিল। এসময় তারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ঘটনার পরপরই থানা–পুলিশ, স্থানীয় জনপ্রতনিধিসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এমদাদুল হক নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তারাবীর নামাজ পড়া অবস্থায় বাড়ির নারীদের চিৎকার শুনে তিনি ছুটে আসেন। এসময় তাসলিমা নিথর অবস্থায় রান্না ঘরের মেঝেতে পড়ে ছিলেন। রান্না ঘরে আগুন জ্বলছিল। পরে সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া গৃহবধূর মৃত্যু নিশ্চিত করে জানান, আগুন লাগার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্তাধীন। Related posts:সাদ পন্থিদের নিষিদ্ধ ও গ্রেফতারের দাবীতে শেরপুর ও ঝিনাইগাতীতে বিক্ষোভ সমাবেশআজ শেরপুরের কাটাখালি যুদ্ধ দিবসনালিতাবাড়ীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহা উৎসব ॥ ঝুঁকিতে নাকুগাঁও মহাসড়ক Post Views: ১৫৩ SHARES শেরপুর বিষয়: