বিস্ফোরক মামলায় শেরপুরে জেলা বিএনপির সভাপতিসহ ২১ নেতা-কর্মী কারাগারে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৪ নাশকতা ও বিস্ফোরক আইনের ২ মামলায় মামলায় শেরপুরে জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলালসহ ২১ নেতা-কর্মীকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ২০ মার্চ বুধবার দুপুরে জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী জিআর আমলী আদালতে হাজির হয়ে পৃথকভাবে জামিনের জন্য আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়া ও নুর-ই-জাহিদ তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানো নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক খন্দকার মো. শহীদুল হক। জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে দুটি এবং দণ্ডবিধি আইনে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে দলীয় নেতা-কর্মীদের নামে ৪টি মামলা রুজু হয়। বুধবার শ্রীবরদী ও ঝিনাইগাতীর পৃথক জি,আর আমলী আদালতে হাজির হয়ে ৪ মামলায় জামিনের আবেদন জানালে আদালতের বিচারক উভয় পক্ষের শুনানী নিয়ে দণ্ডবিধির অন্য দুটি মামলায় মাহমুদুল হক রুবেলসহ ২১ নেতা-কর্মীর জামিন মঞ্জুর এবং বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। Related posts:শেরপুরে ঈদের কেনাকাটায় উপচে পড়া ভিড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বশেরপুরে হাফিজুল-শহিদুল চক্রের হাতে জিম্মি এক পল্লীনালিতাবাড়ীতে বন্য হাতির আক্রমণে নিহত ১ Post Views: ১৮১ SHARES শেরপুর বিষয়: