ময়মনসিংহের ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৪ ময়মনসিংহের ত্রিশালে বাসের সঙ্গে সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। ২৮ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার উজানপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাজারের সাইফুল কমিশনারের বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সালমান আজাদী (২৫), উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্রগ্রাম এলাকার এনামুল হক শামীমের মেয়ে রুবাইরা তাজনিম (২) ও সিএনজিচালিত অটোরিকশাচালক উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে শরিফুল ইসলাম (৩৩)। গুরুতর আহত ব্যক্তিরা হলেন নিহত রুবাইরা তাজনিমের বাবা এনামুল হক শামীম, মা শাহিদা খাতুন ও চাচি মনি আক্তার। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাদানি সিএনজি পাম্প-সংলগ্ন উজানপাড়ায় শেরপুরগামী সোনার ময়না পরিবহনের একটি বাস ইউটার্ন নিচ্ছিল। এ সময় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। তাতে অটোরিকশার যাত্রী এনামুল হকের দুই বছর বয়সী মেয়ে রুবাইয়া তাসনিম ঘটনাস্থলেই নিহত হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। Related posts:জামালপুরে প্রতিবেশী স্কুলছাত্র কর্তৃক যৌন নির্যাতনের শিকার পাঁচ বছরের শিশুশেরপুরে প্রতিবন্ধী স্কুলে বিশ্ব প্রতিবন্ধী দিবস এর প্রস্তুতি মূলক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিতজামালপুরে রোহিঙ্গা যুবক আটক Post Views: ১৩১ SHARES সারা বাংলা বিষয়: