জামালপুরে অর্থের বিনিময়ে ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে তুঘলকি কান্ড ঘটেছে। অর্থের বিনিময়ে গঠিত কমিটিতে চাকরিজীবী, বিবাহিত ও অছাত্রদের নিয়ে কমিটি গঠনের ফলে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহে ক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভসহ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা, পৌর এলাকা ও একেএম কলেজ শাখায় অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন নেতাকর্মীরা। অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণের মাধ্যমে এসব কমিটি গঠিত হয়েছে উল্লেখ করে সোমবার ১৪ সেপ্টেম্বর দুপুরে জামালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতাকর্মীদেও পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া। তিনি তার লিখিত বক্তব্যে জানান, স্থানীয় বিএনপি ও সদ্য বিলুপ্ত ছাত্রদল কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের সাথে আলোচনা না করেই সম্প্রতি দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। ত্যাগী, যোগ্য ও নিপীড়িত নেতাকর্মীদের বাদ দিয়ে অরাজনৈতিক, অসচেতন, বিবাহিত ও অছাত্রদের নিয়ে কমিটি গঠনে দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করে পুনরায় নতুন কমিটি গঠনের আবেদন জানিয়েছেন তারা। অন্যথায় নতুন কমিটিকে প্রতিহত করার ঘোষণা দেন তিনি। এছাড়াও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মনজুরুল হক মঞ্জু, থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এ কে এম আনিসুল হক ফারুক ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাসুদ হাবিব ও সাধারণ সম্পাদক বাবু শ্যামল চন্দ্র প্রমুখ। ইতোমধ্যেই দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের বির্তকির্ত কমিটি থেকে যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মানিক, পৌর ছাত্রদলের সামিউল আজিম, জাহাঙ্গীর আলম জনি পদত্যাগ করেছেন। অপরদিকে ইসলামপুর ও মেলান্দহে উপজেলার ছাত্রদলের নয়া কমিটিতে ত্যাগী পরিশ্রমি নেতা কমীর্দের বাদ দিয়ে অর্থের বিনিময়ে কেন্দ্রিয় কমিটি থেকে পদে আনার প্রতিবাদে মেলান্দহ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। এছাড়াও গতরাতে ইসলামপুরে ছাত্রদলের নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। Related posts:গাজীপুরে কুপিয়ে ও গুলি করে সোনালী ব্যাংকের টাকা লুটসাগরে ধরা পড়ল বিশাল আকৃতির ৯০ পাঙাশশেরপুরে জেলা প্রশাসকের সহায়তা পেল মেধাবী শিক্ষার্থী সুমন Post Views: ৪১৪ SHARES সারা বাংলা বিষয়: