শ্রীবরদীতে কমিউনিটি পুলিশের আলোচনা সভা-র্যালি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ মডেল থানা গড়তে শেরপুরের শ্রীবরদী থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশিং ডে উপলক্ষে ২৬ অক্টোবর শনিবার সকাল ১১ টার দিকে থানা কম্পাউন্ড থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ আলী লালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, পৌর মেয়র আবু সাঈদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, বীর প্রতীক বার জহুরুল হক মুন্সী, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন ও কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী। বক্তারা শ্রীবরদী থানাকে মডেল থানায় রুপান্তরিত করতে সকলকে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিয়ে প্রতিরোধসহ নানা বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান। এতে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা। Related posts:শ্রীবরদীতে ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বাসোনালী ব্যাংক থেকে টাকা চুরি, চক্রের মূলহোতা গ্রেফতারজামালপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৪ Post Views: ২৪৯ SHARES সারা বাংলা বিষয়: