শেরপুরের বিশিষ্ট রাজনীতিক ও ক্রীড়া সংগঠক নাজিমুল হকের ইন্তেকাল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪ শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক নাজিম (৫৭) আর নেই। তিনি ৩১ মার্চ রবিবার সকাল ৮টার দিকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি হৃদরোগ, কিডনী জটিলতা ও ফুসফুসের প্রদাহজনিত কারণে বেশ কিছুদিন ধরে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে জেলার রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। নাজিমুল হক নাজিম জেলা জাতীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির কাউন্সিলর ছিলেন। বিকেলে তার লাশ শহরের গৃর্দানারায়ণপুর এলাকার বাসায় পৌঁছলে তাকে একনজর দেখার জন্য বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ভীড় জমে। সন্ধ্যা সাড়ে ৭টায় রৌহা ইউনিয়নের ফটিয়ামারী গ্রামের বাড়িতে মরহুমের প্রথম নামাজে জানাজা এবং রাত সাড়ে ১০টায় পৌর ঈদগাহ মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহরের পৌর কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হবে। এদিকে নাজিমুল হক নাজিমের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ-এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক, জেলা যুব মহিলা লীগের সভাপতি-সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। আরও শোক প্রকাশ করেছেন শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ। Related posts:শেরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যুশেরপুরে রোটার্যাক্ট ক্লাবের ১৮তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিতশেরপুর শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু Post Views: ১৩৫ SHARES শেরপুর বিষয়: