নালিতাবাড়ীতে নদী পাড় হতে গিয়ে নিখোঁজ, ১২ ঘন্টা পর মরদেহ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর ভোগাই নদী থেকে বসির আলী (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। রবিবার (৩১ মার্চ) সকাল ৯ টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়। এরআগে শনিবার রাত ৯ টার দিকে নদী পাড় হতে গিয়ে নিখোঁজ হন বসির আলী। নিহত বসির উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গুচ্ছ গ্রামের ইদ্রিস আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বসির আলী শনিবার রাত ৯ টার দিকে মদ্যপানে কিছুটা মাতাল অবস্থায় নাকুগাঁও স্থলবন্দর এলাকার ব্রিজের উত্তর পাশ দিয়ে ভোগাই নদী পাড় হয়ে নিজ বাড়িতে ফিরছিল। নদীতে নামলে অপরিকল্পিতভাবে উত্তোলিত বালুর প্রায় ১৫/২০ ফুট গর্তের পানিতে ডুবে যান তিনি। এসময় আশপাশের লোকজন টের পেয়ে তাকে উদ্ধারের জন্য রাতব্যাপী নদীতে খোঁজাখুজি করেন। একপর্যায়ে সন্ধান না পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অফিসে বিষয়টি অবগত করা হয়। পরে রবিবার সকাল ৯ টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরীরা ঘটনাস্থল ভোগাই নদী থেকে বসিরকে উদ্ধার করতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের নালিতাবাড়ীর ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বিষয়টি অবগত হওয়ার পর আমরা জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী সাইফুল ইসলামকে সাথে নিয়ে আমরা উদ্ধার অভিযান চালিয়ে বসির মিয়াকে উদ্ধার করতে সক্ষম হই। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া বলেন, নাকুগাঁও ব্রিজ সংলগ্ন ভোগাই নদী থেকে বসির মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদনের প্রেক্ষিতে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি। Related posts:চাঁদাবাজির মামলার শ্রীবরদীর ভেলুয়া ইউপি চেয়ারম্যান কারাগারেশেরপুরে সাবেক এমপি শ্যামলীর নবজাতক পুত্র সন্তানের অকাল মৃত্যুশেরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আপিলে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা Post Views: ১১৬ SHARES শেরপুর বিষয়: