নকলায় আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩ শেরপুরের নকলায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগষ্ট বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা দুইটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, চরঅষ্টধর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী প্রমুখ। আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার পরে একই স্থানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন-এঁর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসময় নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন এবং উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদ সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে ২৬ জনের মনোনয়নপত্র দাখিলঝিনাইগাতীতে সেই নাজিম উদ্দিনকে প্রধানমন্ত্রীর দেয়া ঘরের চাবি হস্তান্তর করলেন জেলা প্রশাসকঝিনাইগাতীতে উপজেলা চেয়ারম্যান নাইমের উদ্যোগে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ Post Views: ১১২ SHARES শেরপুর বিষয়: