স্বর্ণের দাম ভরিতে কমলো ৩১৩৮ টাকা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৪ দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এখন থেকে দেশের বাজারে ভালো মানের স্বর্ণ প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ১৬ হাজার ২৯০ টাকায়। নতুন করে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম কমেছে তিন হাজার ১৩৮ টাকা। ২৩ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪টা থেকেই সারা দেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে এক লাখ ১০ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ১৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৬ হাজার ৫৮৬ টাকা করা হয়েছে। স্বর্ণের দাম কমলেও অপরিবর্তীত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। Related posts:আগস্টে এলো ১৭ হাজার ৫১৩ কোটি টাকা রেমিট্যান্স১৭ দিনে রেমিট্যান্স এলো ১১৩ কোটি ৪২ লাখ মার্কিন ডলারব্যবসা-বাণিজ্যের প্রসার না ঘটলে কোনো দেশ এগিয়ে যেতে পারে না: প্রধানমন্ত্রী Post Views: ১৫৯ SHARES অর্থনৈতিক বিষয়: