সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪ রাঙামাটির সাজেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে ৬ জন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও ৮ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। তিনি বলেন, আনুমানিক বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের কাজ শেষে খাগড়াছড়ির দিকে ফেরার পথে ১৪ জন শ্রমিক ও চালক নিয়ে একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। এতে ৬ শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন ৮ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুরো বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। Related posts:ময়মনসিংহে করোনা পরীক্ষা বন্ধসরিষাবাড়ীতে ৩ দিনব্যাপী বইমেলাশাহজাদপুরে বিনম্র শ্রদ্ধায় শহীদ শেখ কামালের জন্মদিন পালিত Post Views: ১১৩ SHARES সারা বাংলা বিষয়: