শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৪ শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি। তাঁরা হলেন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাঁদের শপথ পাঠ করান। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর পরিচালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি বৃন্দ, শপথ পাঠকারী তিন বিচারপতির পরিবারের সদস্যবৃন্দ, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল বুধবার রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করেন। Related posts:১১৬ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদনপ্রথম আলো সম্পাদকের জামিন, ৫ জনকে হয়রানি না করার নির্দেশশেরপুরে ভার্চুয়াল আদালতে ৬ দিনে জামিন পেয়েছে ১৮০ আসামি Post Views: ১১০ SHARES আইন-আদালত বিষয়: