শেরপুরে ৫০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, মে ৬, ২০২৪

শেরপুরে ৫০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৬ মে সোমবার জেলা পুলিশের ফেসবুক পেইজের পোস্ট থেকে ওই তথ্য জানা গেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সদর উপজেলার বাধা তেগরিয়া গ্রামের গোপাল মিয়ার পুত্র জিহান (২০), একই গ্রামের নুর ইসলামের পুত্র মোস্তফা কামাল (১৯) ও ঝিনাইগাতী উপজেলার বাঐবাধা গ্রামের রফিজুলের পুত্র ফেরদৌস (১৯)।
জেলা পুলিশের ফেসবুক পেইজ থেকে জানা যায়, ৬ মে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল মালেকের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল সদর উপজেলার সূর্যদী তেতুলতলা বাজারে আংগুর মিয়ার চা দোকানের সামনে শেরপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৫০ বোতল মদসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে।