ঝিনাইগাতীতে কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪ হারুন অর রশিদ দুদু : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন’ প্রকল্পের আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ১৪ মে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানসহ কিশোর-কিশোরী ক্লাবের অন্যান্য সদস্যগণ। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। Related posts:শেরপুরে শান্তি ও সম্প্রীতির জন্য বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নশেরপুরে ভেজাল হলুদের গুড়া তৈরির সময় গ্রেফতার ২নকলায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত Post Views: ১২১ SHARES শেরপুর বিষয়: