ঝিনাইগাতীতে ২ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৬ মে বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার। এসময় অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হাসান উপস্থিত ছিলেন। দুইটি ভেন্যুতে মোট ৬০ জন কৃষক-কৃষাণী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষক-কৃষাণীদের মাঝে সবজি বীজ ও ফলের চারা বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না এ মর্মে সকলকে অবগত করা হয় বলে জানান কৃষি কর্মকর্তা। Related posts:মা-বাবাকে হারিয়ে শেখ হাসিনার সাথে জনগণের কল্যাণে কাজ করতে নেমেছি ॥ মতিয়া চৌধুরীশেরপুরের বিশিষ্ট রাজনীতিক ও ক্রীড়া সংগঠক নাজিমুল হকের ইন্তেকালশেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনে প্রস্তুতি সভা Post Views: ১৩১ SHARES শেরপুর বিষয়: