ঝিনাইগাতীতে বন বিভাগের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুন ১২, ২০২৪ হারুন অর রশিদ দুদু : ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন শেরপুর জেলার ঝিনাইগাতীতে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ৪৮ জন উপকারভোগীর মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। ১১ জুন মঙ্গলবার বিকেলে রাংটিয়া রেঞ্জের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর সভাপতিত্বে ও তাওয়াকুচা বিট কর্মকর্তা ইফাজ মূর্শেদ সাহিলের সঞ্চালনায় উপকারভোগীদের উদ্দেশ্যে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় সৃজিত সামাজিক বনায়নের উপকারভোগীদের হাতে চেক তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ও রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম। ওই সময় সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ৪৮ জন উপকারভোগীর মাঝে ৫০ লাখ ১৮ হাজার ৮৬০ টাকার চেক বিতরণ করা হয়। এ ছাড়াও হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত তাওয়াকুচা গ্রামের আব্দুল মোতালেবকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। Related posts:ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপনমুজিববর্ষ উপলক্ষে শেরপুরে মেয়র প্রার্থী আরিফ রেজার বৃক্ষরোপণ কর্মসূচীঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১ Post Views: ১০২ SHARES শেরপুর বিষয়: