ঈদুল আযহা উপলক্ষে শেরপুরের পাকুড়িয়ায় অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ রাজাদুল ইসলাম বাবু রাজাদুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জুন ১০, ২০২৪ শেরপুর আসন্ন ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৬নং পাকুড়িয়া ইউনিয়নের হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ১০ জুন সোমবার সকালে ওই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হায়দার আলী। পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব আলহাজ্ব মো. হযরত আলী জানান, ঈদুল আযহা উপলক্ষে পাকুড়িয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬ হাজার ১৮৪ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে প্রতিজনকে ১০ কেজি করে ৬১ হাজার ৮৪০ কেজি ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণকালে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোঃ হামিদুর রহমান, সাংবাদিক জিএইচ হান্নান, ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন, মোঃ আঃ ওয়াদুদ, চাঁন মিয়া, মোঃ মনিরুজ্জামান, মিষ্টার, মোঃ হারুণ অর রশিদ, মোঃ আরিফ মিয়া, সায়দুল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ মাহমুদা, মোছাঃ ছুবেদা বেগম, মোছাঃ সাবিনা বেগম, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে ঈদুল ফিতর উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিতঝিনাইগাতীতে চিচিংগা চাষে ব্যাপক লোকসানে কৃষকরাশেরপুরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন Post Views: ৯৯ SHARES শেরপুর বিষয়: