জামাল ভুঁইয়ার জার্সি পেতে দর্শক-পুলিশের কাড়াকাড়ি

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৯

অনলাইন ডেস্ক : শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের ফাইনালে মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু’র কাছে ২-১ গোলে হেরে শিরোপা বঞ্চিত হয় চট্টগ্রাম আবাহনী। শিরোপা হাতছাড়া হলেও ভক্তদের মন কেড়েছেন চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলা জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া।

খেলা শেষে ভক্তদের জার্সি উপহার দিয়ে তার প্রতিদানও তিনি দিয়েছেন। জামাল ভুঁইয়ার জার্সি উপহার নিতে গিয়ে ভক্তদের কাড়াকাড়ি এবং তাদের উচ্ছ্বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধমে এখন ভাইরাল। বৃহস্পতিবার এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ও তেরেঙ্গানুর লড়াই দেখতে ৩৫ হাজারের বেশি দর্শক হাজির হয়েছিলেন। ফাইনালে আবাহনী হেরে গেলেও দেশের সেরা তারকা ফুটবলার জামাল ভুঁইয়া আর তার জার্সি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া খেলা শেষে ভক্তদের সঙ্গে কয়েক মিনিট সময় কাটান। ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে নিজের কয়েকটি জার্সিও উপহার দিয়েছেন ভক্তদের। সেই জার্সি নিয়েই শুরু হয় কাড়াকাড়ি। সেই কাড়াকাড়ির মাঝে সামিল হন সাধারণ দর্শক থেকে ফুটবল কর্মকর্তা এমনকী নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশও!

‘জামাল’ ‘জামাল’ চিৎকারের মাঝে ড্রেসিংরুম থেকে জার্সি আনিয়ে নেন বাংলাদেশ অধিনায়ক। এক জার্সিতে তো আর মন ভরে না। এগিয়ে আসেন রতকোভিচ লুকা। এরপর আরও দুটি জার্সি আনিয়ে গ্যালারিতে ছুড়ে দেন জামাল। সেই জার্সি নিয়ে চলে কাড়াকাড়ি। ১০ মিনিট কাড়াকাড়ি-মারামারি আর ঝগড়ার পর অবশেষে দুটি জার্সি নিয়ে টস করা হয়। এভাবেই ভাগ্যবান মালিক হাতে পেয়ে যান জার্সি।

মজার ব্যাপার হলো, জামালের ছুড়ে দেওয়া তিন নম্বর জার্সিটি পেয়ে যান নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য। তার সঙ্গে ঝগড়া লেগে যায় এক ফুটবল কর্মকর্তার। অনেকক্ষণ কথা কাটাকাটি আর জার্সি নিয়ে টানাটানি ধস্তাধস্তি চলে দু’জনের। কিন্তু সেই পুলিশ সদস্য টস তো দূরের কথা, জার্সি ছাড়তেই নারাজ।