শেরপুরে প্রযুক্তিনির্ভর ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ শেরপুরে সাঁটলিপি ও কম্পিউটার প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ক্রিয়েটিভ জব কেয়ারের উদ্যোগে শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। তরুণ উদ্যেক্তা-সংগঠক এ্যাডভোকেট সাব্বির হাসান সরকারের সভপতিত্বে ওই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁঞা, শেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক শামছুল হুদা চৌধুরী ও জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব এ্যাডভোকেট এ এইচ এম নূরে আলম হীরা। সেমিনারে প্রধান আলোচক ছিলেন লেখক মোস্তাফিজুর রহমান মোস্তাক। আলোচক ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া ও উদ্যোক্তা রায়হান দেওয়ান। ক্রিয়েটিভ জব কেয়ারের পরিচালক রাশেদুল হাসান দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিভাবক-সমাজসেবক আক্তার হোসেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, সদস্য সচিব শাহনুর রহমান সাঈম প্রমুখ। শুরুতেই আয়োজকদের তরফ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। সেমিনারে ২ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও নাগরিক অংশ নেন। Related posts:জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু'র ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানালেন পুলিশ সুপার মোনালিসা বেগমনকলায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিতশেরপুরে জেল পলাতক ২ আসামি গ্রেফতার Post Views: ৮৭ SHARES শেরপুর বিষয়: