মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৪ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচএম সুমনকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে তাকে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। টঙ্গীবাড়ী থানার ওসি মোল্যা শোয়েব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে পাঁচগাও ওহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির নির্বাচন চলছিল। দুপুরে নির্বাচনী ফলাফল প্রকাশের পর এ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের কথাকাটাকাটি হয়। পরে প্রতিপক্ষের লোকজন তাকে গুলি করে হত্যা করে। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকারীদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। Related posts:রোজিনা ইসলামের মুক্তি দাবিতে জামালপুর প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশরাখবেন মাটির পাতিল, খোড়া, কাসা, চালুন, ব্যাংক, কলসি, ফুলদানি, পশু-পাখি সানকি.......এসিল্যান্ড মাহমুদা বেগম খুলে দেয়া কালভার্ট ব্রীজ পরির্দশন করলেন Post Views: ৮১ SHARES সারা বাংলা বিষয়: