শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদক সেবীকে কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৪ শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেয়া হয়েছে। ৯ জুলাই মঙ্গলবার ওই কারাদণ্ড এবং অর্থদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ময়েন উদ্দিেেনর ছেলে আমজাদ আলী (৫৩), সামির উদ্দিনের ছেলে আঃ হালিম (৩২) ও মৃত এরশাদ আলীর ছেলে আবুল কালাম আজাদ (৩৫)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এসময় এক গাঁজার আসরে গাঁজা সেবনকালে ওই তিন মাদকসেবীকে আটক করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আল আমীন গ্রেফতারকৃতদের মধ্যে আমজাদ আলীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিনের কারাদণ্ড দেন। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএমএ মুনীব মাদক সেবী আব্দুল হালিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ২ দিনের কারাদণ্ড দেন। অপরদিকে একইদিন একই ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস আবুল কালাম আজাদ নামে মাদক সেবীকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন দিনের কারাদণ্ড প্রদান করেন। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত মাদকসেবীদের মঙ্গলবার বিকেলে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিতনালিতাবাড়ীতে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু Post Views: ৯৪ SHARES শেরপুর বিষয়: