নকলায় নিজ দোকান থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৪ শেরপুরের নকলায় দোকান থেকে শফিকুল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। থানা পুলিশের কার্যক্রম না থাকায় ১১ আগস্ট রবিবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় লাশ থানায় নিয়ে আসে নিহতের পরিবার। শনিবার দিবাগত রাতের কোন একসময় উপজেলার টালকী ইউনিয়নের সাইলামপুর গ্রামে পাকা সড়কের পাশে দিহান স্টোরের ভিতরে ওই ঘটনা ঘটে। শফিকুল স্থানীয় আব্দুল মান্নানের ছেলে ও ২ সন্তানের জনক। শফিকুল দীর্ঘদিন ধরে বাড়ির পাশেই তার মালিকানাধীন দিহান স্টোরে মনোহারী সামগ্রী, ঔষধ ও বিকাশ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। লাশের শরীরে ও গোপনাঙ্গে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। শফিকুলের চাচা সাইয়্যিদ ইয়াহিয়া (৪৬) জানান, শফিকুলের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল না। দেশের চলমান পরিস্থিতি ও নকলা থানা পুলিশের কোন কার্যক্রম থাকায় নিরাপত্তার কথা ভেবে শফিকুল রাত ৯টার দিকে দোকান বন্ধ করে দোকানে ঘুমিয়ে পড়ে। পরে কে বা কারা রাতের আঁধারে দোকানে প্রবেশ করে তাঁকে নির্মমভাবে খুন করে টাকা-পয়সা নিয়ে চলে যায়। সকালে ক্রেতাদের ডাকচিৎকারে দোকানে এসে আমরা ঘটনা জানতে পারি। টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও শফিকুলের পরিবারের সহযোগিতায় শফিকুলের লাশ ভ্যানগাড়ি করে নকলা থানায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, ওই ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। Related posts:নকলায় জাতীয় সমবায় দিবস পালিতশেরপুরে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ২০২০ এর উদ্ধোধনশেরপুরে ঐতিহাসিক সূর্যদী গণহত্যা নিয়ে মঞ্চস্থ হচ্ছে নাটক ‘সূর্যদীর গল্প’ Post Views: ১১১ SHARES শেরপুর বিষয়: