শেরপুরে আগুনে ক্ষতিগ্রস্ত পানি উন্নয়ন বোর্ড অফিস পরিচ্ছন্ন করলেন স্বেচ্ছাসেবীরা

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত শেরপুর জেলা পানি উন্নয়ন বোর্ড অফিসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিনআপ বাংলাদেশ ও রক্তসৈনিক বাংলাদেশের সদস্যরা। ১০ আগস্ট শনিবার দিনব্যাপী এ পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া, ক্লিন আপ বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান আল আমিন রাজু, রক্তসৈনিক শেরপুরের সভাপতি মেহেদী হাসান শামীম, ক্লিন আপ শেরপুর সদর উপজেলা সমন্বয়ক আশরাফুল ইসলাম, সহ সমন্বয়ক রকিব আহমেদ অন্তর, শোয়াইব রহমান, রেজাউল করিম, মোতালেব হোসেন, আল আমিন, সিফাত মাঈসা, খুশি প্রমুখ।
ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রশ্নে পানি উন্নয়ন বোর্ড শেরপুরের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান জানান, এ দপ্তরে কর্মরত কর্মচারীদের সার্ভিস বুক, দাপ্তরিক নথিপত্র ও আসবাবপত্র পুড়ে যাওয়াসহ ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ৪০ লক্ষ টাকা হবে। স্বেচ্ছাসেবীদের অফিস পরিস্কারের এ কর্মসূচির জন্য ধন্যবাদ জানান তিনি।