নকলায় সেনাবাহিনীর প্রতিনিধির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৪ শেরপুরের নকলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর প্রতিনিধিগণ। ১২ আগস্ট সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় চলমান পরিস্থিতিতে সেনাবাহিনীর করণীয় সম্পর্কে অবহিত করা হয়। ওইসময় যে কোন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেন। ওইসময় ৩ সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, কোম্পানি অধিনায়ক মেজর ইসমত শাহরিয়ার রাকিব, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর কাদের খান, সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, ক্যাপ্টেন মো. আহসানসহ নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লেঃ কর্নেল মো. শহিদুল ইসলাম জানান, বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। নকলায় বিভিন্ন এলাকার আইনশৃংখলা স্বাভাবিক রাখতে ও মানুষের জানমালের নিরাপত্তা দিতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে। এ জন্য সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতার করার আহবান জানান তিনি। Related posts:ঝিনাইগাতীতে ইউএনও’র গঠিত করোনা তহবিল থেকে ২৯৩ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণশেরপুরে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ স্বজনদেরশেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের আনন্দ উৎসব উদযাপন Post Views: ৭৬ SHARES শেরপুর বিষয়: